সবচেয়ে বেশি শক্তিশালী পাসপোর্ট এখন সিঙ্গাপুরের

সম্প্রতি সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের ওপর থেকে ভিসার বাধ্যবাধকতা তুলে নেওয়ায় সমগ্র পৃথিবীর মধ্যে সিঙ্গাপুরের পাসপোর্টই এখন পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী পাসপোর্ট। এর ফলে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা পৃথিবীর সর্বাধিক ১৫৯টি দেশে ভিসা ছাড়া (অন এরাইভাল ভিসায়) ভ্রমণ করতে পারবে।

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এতদিন জার্মানির সাথে যৌথভাবে শীর্ষে ছিল সিঙ্গাপুর। এবারই প্রথমবারের মত জার্মানিকে টপকে এশিয়ার কোনো দেশ এই শীর্ষস্থান অর্জন করল। শক্তিশালী পাসপোর্টের এই তালিকায় সিঙ্গাপুর ও জার্মানির পরই রয়েছে সুইডেন ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের পাসপোর্টধারীরা ১৫৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণের সুবিধা পাবে। এর আগে গত দুই বছর শীর্ষে ছিল জার্মানির পাসপোর্ট।

কোন গন্তব্য দেশে পৌঁছানোর আগে থেকে কোনো ভিসা না নেওয়া ছাড়াই ভিসা পাওয়ার ভিত্তিতে পাসপোর্টের শক্তি বিবেচনা করা হয়। আর্টন ক্যাপিটাল নামের একটি গ্লোবাল এডভাইসরি ফার্ম পাসপোর্টের গ্রহণযোগ্যতার তালিকাটি প্রকাশ করে।

শক্তিশালী শীর্ষ ২০টি দেশের পাসপোর্টের মধ্যে রয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়ার পাসপোর্ট।

১. সিঙ্গাপুর (১৫৯)
২. জার্মানি (১৫৮)
৩. সুইডেন, দক্ষিণ কোরিয়া (১৫৭)
৪. ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন, নরওয়ে, জাপান, যুক্তরাজ্য (১৫৬)
৫. লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস বেলজিয়াম, অস্ট্রিয়া, পর্তুগাল (১৫৫)
৬. মালয়েশিয়া, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র (১৫৪)
৭. গ্রিস, নিউজিল্যান্ড (১৫৩)
৮. মালটা, চেক রিপাবলিক, আইসল্যান্ড (১৫২)
৯. হাঙ্গেরি (১৫০)
১০. স্লোভেনিয়া, স্লোভাকিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া (১৪৯)

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন