গুগল ম্যাপেই কোথায় ভিড় বেশি জানা যাবে

নিউ নরমাল লাইফে জনসমাগম এড়িয়ে চলতে চান অনেকেই। তবে কোন জায়গায় ভিড় কতটা তা যাওয়া ছাড়া জানার উপায় নেই। এতে অনেককেই বিপাকে পড়তে হয়। এবার এ বিষয়ে ব্যবহারকারীদের অ্যালার্ট দেবে গুগল। কোন স্থানে জনসমাগমের অবস্থা কেমন সেই বিষয়ে জানাবে গুগল ম্যাপ।

মহামারি করোনার এ সময়ে ভিড় এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়কে মাথায় রেখেই ফিচারটির নকশা করেছেন গুগল ডেভেলপাররা। গুগল ম্যাপের ওয়েবসাইট ও অ্যাপে এই ফিচারটি পাওয়া যাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই।

জানা গেছে, প্রাথমিকভাবে পার্ক, সৈকত, সুপারশপ, ফিলিং স্টেশান ও ফার্মেসিতে জনসমাগমের অ্যালার্ট দেবে ম্যাপস। এরপর পর্যায়ক্রমে অন্যান্য জায়গাও যুক্ত হবে।

যেকোনো জায়গা সার্চ করে জনসমাগমের অবস্থা দেখে নেয়া যাবে। এছাড়া বিজিনেস ফিচারটি অন করা থাকলে কোনো জায়গার পাশ দিয়ে যাওয়ার সময়েই ম্যাপস বলে দেবে অবস্থা সম্পর্কে।

তিনটি লেভেলে ডেটা দেবে ম্যাপস। নট বিজি, বিজিয়ার দ্যান ইউজুয়াল ও অ্যাজ বিজি অ্যাজ ইট গেটস। অর্থাৎ, জনসমাগম বেশি নয়, স্বাভাবিকের চেয়ে বেশি এবং জনসমাগম খুব বেশি।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন