দুই ফোন ঘোষণা নকিয়ার

নতুন দুই ফিচার ফোনের ঘোষণা দিয়েছে নকিয়া। চীনে নকিয়ার উইবো অ্যাকাউন্টে এই দুই ফোনের নাম ঘোষণা করা হয়েছে। খবর জিএমএম এরিনা। উভয় ফোনেই নামের সাথে রয়েছে ফোরজি, রয়েছে ভোল্টি ও এইচডি কল সুবিধা। এছাড়া রয়েছে এফএম রেডিও, এলইডি ফ্ল্যাশলাইট ও মাইক্রোএসডি স্লট।

২২৫ ফোরজি মডেলের ফোনটির পিছনে রয়েছে ভিজিএ ক্যামেরা, যা ২১৫ ফোরজি মডেলটিতে নেই। উভয় ফোনেই রয়েছে ব্যাটারি সাশ্রয়ী চিপসেট, যদিও ফিচারফোন ব্যবহারকারীরা চিপসেট নিয়ে চিন্তিত নয়।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}