চলতি বছর সর্বোচ্চ পিসি বিক্রি এক দশকের মধ্যে

২০২০ সালের প্রান্তিকে ৭ কোটি ৯২ লাখ ইউনিট পারসোনাল কম্পিউটার বা পিসি বিক্রি করেছে কম্পিউটার নির্মাতারা। সে হিসাবে গত বছরের তুলনায় পিসি বিক্রি বেড়েছে ১২ দশমিক ৭ শতাংশ। প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত এক দশকের মধ্যে পিসি বিক্রির হার বৃদ্ধি এটাই সর্বোচ্চ।

সাম্প্রতিক বছরগুলোতে ফোন এবং ট্যাবলেটগুলোর জনপ্রিয়তা সত্ত্বেও অনেকেই বাড়িতে বসে কাজ ও পড়াশোনার জন্য ব্যক্তিগত কম্পিউটারের দিকে ঝুঁকছেন। তবে এ বছর মহামারি করোনা ভাইরাসের কারণে কয়েক মাস ধরে অনেকেই বাড়িতে বসে কাজ করছেন।

ক্যানালিসের তথ্য অনুযায়ী বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ৫৬ লাখ ইউনিট পিসি বিক্রি করেছে এসার, যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। এ সময় বিশ্বের বৃহত্তম পিসি নির্মাতা লেনোভো ১ কোটি ৯৩ লাখ ইউনিট পিসি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বেশি।

মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে বিশ্বের ১০০ কোটির বেশি যন্ত্র চলছে। গত মে মাসে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, উইন্ডোজ ১০ কম্পিউটারে মানুষ প্রতি মাসে ৪ ট্রিলিয়ন মিনিটের বেশি সময় কাটাচ্ছেন, যা বার্ষিক হিসাবে ৭৫ শতাংশের বেশি।

অন্য দুই বড় বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার ও আইডিসি এখনো পিসির বাজারের প্রতিবেদন প্রকাশ করেনি। গত জুলাই মাসে গার্টনার জানিয়েছিল, বছরের দ্বিতীয় প্রান্তিকে পিসির শিপমেন্ট ২.৮ শতাংশ বেড়েছিল।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন