স্যামসাং গ্যালাক্সি এফ ৪১ ট্রিপল ক্যামেরাসহ আসছে

স্যামসাং গ্যালাক্সি এফ ৪১ ফোনে থাকবে ৬০০০ এমএএইচ ব্যাটারি ও এসএমোলেড ডিসপ্লে। আবার এটিকে ফ্লিপকার্ট ইউনিক প্রোডাক্ট হিসাবে উল্লেখ করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ ৪১ ৮ অক্টোবর বিকাল ৫:৩০ মিনিটে ভারতে আসবে।

এতে ইনফিনিটি ইউ ডিসপ্লে থাকবে। যার মধ্যে সেলফি ক্যামেরা থাকবে। আবার স্যামসাং গ্যালাক্সি এফ ৪১ ফোনের পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। আয়তকার ক্যামেরা ক্যামেরা সেটআপ এর মধ্যে এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে। এছাড়াও ক্যামেরা সেটআপ এর পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এফ ৪১ ফোনে এজ টু এজ ডিসপ্লে থাকবে। ফোনটির উপরে বা পাশে কোনো বেজেল থাকবে না। যদিও এছাড়াও ফোনটি সম্পর্কে আর কিছু জানা যায়নি। তবে গুগল প্লে কনসোল থেকে জানা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ ৪১ ফোনে কোম্পানির নিজস্ব এক্সিনস ৯৬১১ প্রসেসর থাকবে। আবার এই ফোনে ARM মালি জি৭২ জিপিইউ থাকবে।

এছাড়াও ফোনটি ৬ জিবি র‌্যামের সাথে আসবে। স্যামসাং গ্যালাক্সি এফ ৪১ অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়ান ইউআই ২.০ সিস্টেমে চলবে। এতে থাকবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার পিক্সেল রেজুলেশন হবে ১০৮০ x ২৩৪০। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি পোর্ট থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন