৩০ মিনিটে চার্জ হবে ফোন

এক্সপেরিয়ার সিরিজে নতুন ফোন আনল সনি। মডেল সনি এক্স পেরিয়া ৫ ২। এই ফোনে আছে ৬.১ ইঞ্জির অলিড ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ। অ্যাসপেক্ট রেডিও ২১:৯। ৮ জিবি র‌্যামের এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট দেয়া হয়েছে। ১২৮ ও ২৫৬ এই দুই ধরনের মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাবে।

ছবির জন্য ফোনটিতে আছে ১২ মেগাপিক্সেলের তিনটি রিয়্যার ক্যামেরা। ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। সনি দাবি করছে এই ফোনটি মাত্র ৩০ মিনিটি ৫০ শতাংশ চার্জ হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন