অপো টিকটকের প্রতিদ্বন্দ্বী সেবা আনছে

বৈশ্বিক বৃহৎ দুই বাজার যুক্তরাষ্ট্র এবং ভারতে খারাপ সময় পার করছে টিকটক। চীনভিত্তিক বাইটডান্স নিয়ন্ত্রিত শর্ট ভিডিও তৈরির সোস্যাল মিডিয়া প্লাটফর্মটির বিরুদ্ধে তথ্য নিরাপত্তা নিয়ে বিতর্ক রয়েছে। এ পরিস্থিতিতে নিজস্ব শর্ট ভিডিও প্লাটফর্ম আনার পরিকল্পনা নিয়েছে চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা অপো। টিকটকের মতো নিজস্ব একটি প্লাটফর্ম চালু করতে কার্যক্রম জোরালো করেছে প্রতিষ্ঠানটি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অপোর দুই শীর্ষ নির্বাহীর বরাতে এমন তথ্য জানানো হয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

সংশ্লিষ্ট সূত্রমতে, অপোর শর্ট ভিডিও প্লাটফর্ম নিয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। বিশ্বের পঞ্চম শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি চলতি বছরের শেষদিকে নিজস্ব শর্ট ভিডিও প্লাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।

অপোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো না হলেও প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট জিমি ই সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধের মধ্যেই তারা নিজেদের শর্ট ভিডিও তৈরি এবং শেয়ারের সোস্যাল মিডিয়া প্লাটফর্ম উন্মোচন করবে।

জিমি ই বলেন, বিশ্বজুড়ে ফাইভজির উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশ্বের অনেক দেশ ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু করেছে, যা ক্রমে বাড়ছে। এক্ষেত্রে ইন্টারনেট সেবা আমাদের ব্যবসায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। এখন সামগ্রিক ব্যবসায় বৈচিত্র্য আনতে কাজ চলছে।

সম্প্রতি প্রকাশিত অপোর এক আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের বাজারে চীনা কোম্পানিটির স্মার্টফোন বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৯২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ডিভাইস বাজারের পর ভারতে বিপুলসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীর কাছে দ্রুত পরিচিত হতে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন