নকিয়া সস্তা অ্যানড্রয়েড ফোন আনল

কম দামের স্মার্টফোন আনল নকিয়া। মডেল সি থ্রি। ৪ আগস্ট চীনের বাজারে ফোনটি বিক্রির ঘোষণা দেয় নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। নকিয়ার সি টুর আপডেট ভার্সন এটি। এই ফোনে দেওয়া হয়েছে ৫.৯৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও এবং পিক্সেল রেজুলেশন ১৮:৯ এবং ১,৪৪০ × ৭২০।

এতে রয়েছে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম এবং ইউনিসক চিপসেট। ছবির জন্য রয়েছে একটি রিয়ার ক্যামেরা ও একটি ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর সঙ্গে এলইডি ফ্লাশ। আর সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল সেন্সর।

সিকিউরিটির জন্য এই ফোনে ফেস আনলক ফিচার ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। এই ফোনে রয়েছে ৩ জিবি র‌্যাম আর ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}