আসুস নতুন চার ফোন আনছে

বাজেট ও মিড রেঞ্জের নতুন চার ফোন আনছে আসুস। সম্প্রতি এসব ফোনের তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। টিপস্টটার অভিষেক যাদব জানিয়েছেন,আসুস চারটি প্রসেসর নিয়ে কাজ করছে। যাদের কোডনেম – লিটো, ল্যাগুন, বেঙ্গল এবং স্কুবার। বাস্তবে লিটো কোডনেম দ্বারা আমরা স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরকে জানি। আবার ল্যাগুন, বেঙ্গল এবং স্কুবার যথাক্রমে স্ন্যাপড্রাগন ৬৯০ ৫জি, স্ন্যাপড্রাগন ৬৬২/৪৬০ ও স্ন্যাপড্রাগন ২০০ সিরিজের কোডনেম।

এই টুইটে অভিষেক আসুসের এই ফোনগুলোর নামও জানিয়েছেন। টুইট থেকে পরিষ্কার যে আসুস ম্যাক্স এমথ্রি সিরিজের ওপর কাজ করছে। কারণ টুইটে যে তিনটি ফোনের নাম বলা হয়েছে, সেগুলো হল আসুস ম্যাক্স এমথ্রি, ম্যাক্স প্রো এমথ্রি এবং ম্যাক্স এমথ্রি লাইট।

যদিও এই ফোনগুলোর স্পেসিফিকেশন ও লঞ্চ ডেট নিয়ে কোনো তথ্য অভিষেক দেয়নি।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন