অনূর্ধ্ব ১৮ নাগরিকরা এনআইডি পেলেও স্মার্টকার্ড পাবে না

পর্যায়ক্রমে দেশের সব নাগরিকের হাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তুলে দেওয়া হলেও ১৮ বছরের কম বয়সীরা স্মার্টকার্ড পাবে না। তবে ১৬ বছর বা এর বেশি বয়সীদেরকে লেমিনেটিং করা এনআইডি দেবে নির্বাচন কমিশন (ইসি)। এমনটাই জানিয়েছেন ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন।

তিনি জানিয়েছেন, বর্তমানে ১৬ বছর ও এর চেয়ে বেশি বয়সীরা পাচ্ছে। এরপর ১০ বছর বয়সীদেরও দেওয়া হবে। তবে ১৮ বছরের নিচের বয়সীরা কেবল লেমিনেটিং করা এনআইডি পাবে। ১৮ বছর পূর্ণ হলে যখন তারা ভোটার হিসেবে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন, তখনই কেবল স্মার্টকার্ড পাবেন।

পর্যায়ক্রমে শূন্য বছর থেকে সবাইকেই এনআইডি দেয়া হবে জানিয়ে তিনি আরো জানান, ১০ বছর বয়সীদের এনআইডি দেওয়ার জন্য একটি সিস্টেম ডেভেলপ করা হচ্ছে। শিগগিরই এ কার্যক্রম চালু করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন