নকিয়ার ৪৩ ইঞ্চি স্মার্টটিভিতে যা থাকছে

আগামী বৃহস্পতিবার বাজারে আসছে নতুন নকিয়া স্মার্ট টেলিভিশন। ভারতের বাজারে উন্মোচিত হতে যাওয়া টেলিভিশনটিতে ৪৩ ইঞ্চির ডিসপ্লে থাকছে। চলুন জেনে নিই কী থাকছে এতে।

অ্যান্ড্রয়েড ৯ পাই টিভি অপারেটিং সিস্টেমে টেলিভিশনটি চলবে। থাকছে ফুলএইচডি ডিসপ্লে। আগের ৫৫ ইঞ্চির মডেলটিতে ফোরকে ডিসপ্লে ছিলো, সাথে ছিলো ১৬ গিগাবাইট স্টোরেজ। তবে এখন পর্যন্ত নতুন টেলিভিশনটির স্টোরেজ সম্পর্কে জানা যায়নি।

এতে নেটফ্লিক্স, ইউটিউব, ডিজনি প্লাস হটস্টার এবং প্রাইম ভিডিও অ্যাপ সুবিধা থাকছে। সাথে থাকবে ব্লুটুথ ৫.০ প্রযুক্তি। এছাড়া থাকবে জেবিএল অডিও এবং ডলবি ভিশন সুবিধা। আর কী থাকছে সেটি জানতে অপেক্ষা করতে হবে আগামী ৪ জুন পর্যন্ত।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}