ইন্টারনেটের রেকর্ড দ্রুতগতির

ইন্টারনেট মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে। এ প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে। গবেষকেরা তথ্য স্থানান্তরের ক্ষেত্রে নতুন এক রেকর্ড গড়েছেন। তাদের দাবি প্রতি সেকেন্ডে টেরাবাইট গতির রেকর্ড করতে পেরেছেন। যুক্তরাজ্যের গবেষকেরা বলছেন, বর্তমানের ইন্টারনেটের সবচেয়ে বেশি গতির চেয়ে দ্বিগুণ গতি তারা পরীক্ষায় তুলতে পেরেছেন।

গবেষকেরা বলছেন, যে প্রযুক্তিতে ১৭৮ টেরাবাইট গতি উঠেছে, তা বর্তমানে অপটিক্যাল ফাইবার পাইপে সহজে ব্যবহার করা যাবে। ইন্টারনেটের নতুন যে গতি রেকর্ড করা গেছে, তাতে ১৫ গিগাবাইট আকারের ফোরকে মানের ১ হাজার ৫০০ মুভি এক সেকেন্ডেই ডাউনলোড করা যাবে।

গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘আইট্রিপলই ফটোনিকস টেকনোলজি লেটার্স’ সাময়িকীতে। মূলত অপটিক্যাল ফাইবারে মাধ্যমে বর্তমান সময়ে ব্যবহৃত ইন্টারনেট পরিচালিত হয়, যাতে পতন থেকে রক্ষা করে অ্যামপ্লিফায়ার আলোকসংকেতকে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন