মাইক্রোসফট টিকটক কিনতে যাচ্ছে

দেশে দেশে নিষেধাজ্ঞার মুখে সোশাল ভিডিও অ্যাপ টিকটককে কেনার পথে হাচছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
ফক্স বিজনেস এর পর এই তথ্য প্রকাশ করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করে টিকটক নিষিদ্ধ করবেন বলে হুমকি দেয়ার পরও টিকটকও তাদের ব্যবসায় মালিকানায় নতুন অংশীদারের কথা জানিয়েছিলো । টিকটকের মালিকানা প্রতিষ্ঠান চীনের বেইজিং-ভিত্তিক টেকস্টার্টআপ ‘বাইটড্যান্স’।

ডিজনি নির্বাহী সাবেক নির্বাহী এবং বর্তমানে টিকটকের প্রধান নির্বাহী প্রতিষ্ঠান কেভিন মেয়ার এমন পথেই হাঁটছেন যেখানে স্থানীয় মালিকানা ও বিচারিক বোর্ড গঠেনের মাধ্যমে টিকটক যেনো তথ্যপাচারের অভিযোগ থেকে নিস্তার পেতে পারে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন