সবচেয়ে সস্তা ই-স্কুটার বাজারে এলো

মাত্র ২৯৯ টাকায় বিশ্বের সবচেয়ে সস্তা ফোন ও তিন হাজার ৯৯৯ টাকায় এলইডি টিভি চালু করে খ্যাতনামা স্টার্টআপ কোম্পানি ডেটেল। এবার সবচেয়ে সস্তা দামে দুই চাকার ই-স্কুটার ভারতে নিয়ে আসছে কোম্পানিটি। ডেটেল ইজি নামের ই-স্কুটারটি সস্তার পাশাপাশি ভরসাযোগ্যও হবে।

অন্য স্কুটার থেকে ই-স্কুটারের দাম সম্পূর্ণ আলাদা করা হয়েছে। জিএসটিসহ ই-স্কুটারটির দাম ১৯ হাজার ৯৯৯ টাকা ঠিক করা হয়েছে। এটি কোম্পানির ওয়েবসাইট থেকে কিনতে পারবেন ক্রেতারা। কোম্পানির দাবি, দাম যেমন কম, তেমনি চালানোর খরচও কম।

ডেটেল ইজি স্কুটারে ছয় পাইপের ২৫০ ওয়াটের বৈদ্যুতিক মোটর রয়েছে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার থাকছে। ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগে সাত থেকে আট ঘণ্টা। ফুল চার্জের পর গাড়িটি ৬০ কিলোমিটার চলতে পারবে

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন