মাইক্রোসফট সেপ্টেম্বরেই ফোল্ডেবল ফোন আনছে

ব্যবসায়িক বা অফিসের কাজের কথা মাথায় রেখে নতুন ডিভাইস তৈরি করেছে মাইক্রোসফট। নিজেদের ব্লগ টেক জায়ান্টটি জানিয়েছে, ১০ সেপ্টেম্বর ফোল্ডেবল ফোন ‘সারফেস ডুয়ো’ বাজারে আসবে।

ফোনটির ৫ দশমিক ৬ ইঞ্চির দুটি স্ক্রিনের সংযোগ ঘটাতে রয়েছে ৩৬০ ডিগ্রি হিঞ্জ। এটি পুরো আনফোল্ড করলে তা ৮ দশমিক ১ ইঞ্চির ফ্যাবলেটে পরিণত হবে। এর প্রসেসরে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫।

গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে সারফেস ডুয়ো। ডিভাইসটিতে একটি ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। ডিভাইসটির বিশেষত্ব হচ্ছে, একইসঙ্গে কথা বলা ও অ্যাপ ব্যবহার করা যাবে। ফোল্ডেবল ফোনটির দাম শুরু হবে ১ হাজার ৩৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৭ হাজার ৫১৬ টাকা) থেকে।

২০১৯ সালের ৩ অক্টোরবর হার্ডওয়্যার ডিভাইসটি উন্মোচন করেছিল মাইক্রোসফট। সে সময়ই মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার পানোস প্রনয় জানিয়েছিলেন, ফোনটি ২০২০ সালের শেষভাগে বাজারে পাওয়া যাবে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন