শাওমি একাধিক ডিভাইস আনছে

নিজেদের ইকোসিস্টেমে একাধিক গেজেট উন্মোচন করার পরিকল্পনা করেছে শাওমি। আগামী ১৫ জুলাই ডিভাইসগুলো উন্মুক্ত করা হবে। কোম্পানির টুইটার অ্যাকাউন্টে টিজার মেসেজ প্রকাশ করা হয়েছে। জানা গেছে, ১৫ জুলাই উন্মোচন করা হবে নতুন স্মার্টফোন।

স্পেনের বাজারে উন্মোচিত হওয়া রেডমি ৯ স্মার্টফোন চীনের বাজারে উন্মোচন করা হবে আনুষ্ঠানিকভাবে। এছাড়া ইউরোপসহ বিশ্বের অন্যান্য বাজারেও আনা হবে ফোনটি। আসছে পরবর্তী এমআই টেলিভিশন। এছাড়াও উন্মোচিত হবে এমআই ব্যান্ড ৫, যা থাকছে ভ্যানিলা এবং এনএফসি সংস্করণে।

উন্মোচিত হবে এমআই স্কুটার ২ প্রো মডেলের সাইকেল। সর্বশেষ উন্মোচন করা হবে সচরাচর ব্লুটুথ স্পিকারের পরিবর্তে এমআই স্মার্ট হোম হাব। অনুষ্ঠানটি বিভিন্ন প্লাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন