গ্যালাক্সি এম২১ ফটোগ্রাফির অভিজ্ঞতা উন্নত করবে

সম্প্রতি দেশের বাজারে নতুন বাজেট স্মার্টফোন গ্যালাক্সি এম২১ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। এতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি সঙ্গে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

ডিভাইসটির ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণটির দাম ১৮ হাজার ৯৯৯ টাকা এবং ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণের দাম ২০ হাজার ৯৯৯ টাকা।

ডিভাইসটি বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, সাশ্রয়ী দাম এবং উদ্ভাবনী ফিচার ও স্পেসিফিকেশনের কারণে গত বছর এম সিরিজ উন্মোচনের পর থেকেই আমাদের মূল্যবান গ্রাহক, বিশেষত তরুণ মিলেনিয়ালদের মন জয় করে নেয় এ সিরিজের ফোনগুলো।

গ্রাহকদের জীবনের মানোন্নয়নে পণ্য তৈরিতে এবং উদ্ভাবন নিয়ে আসার ক্ষেত্রে স্যামসাংয়ের প্রতিশ্রুতিরই প্রমাণ গ্যালাক্সি এম সিরিজের ব্যাপক জনপ্রিয়তা। আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে শক্তিশালী ব্যাটারির সঙ্গে নানা স্পেসিফিকেশনের গ্যালাক্সি এম২১ উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত।’

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন