বর্তমান যুগ হলো প্রযুক্তি যুগ। আমরা সকল কাজে কম্পিউটার ব্যবহার করি অফিস- আদালত , সকল কাজে ব্যবহার করি থাকি কম্পিউটার। আমাদের কাজের লেভেল অনুযায়ী কম্পিউটার কিনে থাকি , আমরা যদি কোন প্রফেশনাল কাজ করি থাকি তাহলে হাই লেভের কম্পিউটার কিনে থাকি দ্রুত কাজ করার জন্য। অনেকেই রয়েছে প্রসেসর কী সেটাও জানে না , প্রসেসর দেখা ছাড়া কম্পিউটার কিনে ফেলি পরে দেখা যায় আমাদের কম্পিউটার দ্রুত কাজ করে না , সমস্যা করে কোন সফটওয়্যার ইনস্টল করলে হ্যং করে। তাহলে জেনে নিন প্রসেসর কি এবং কোন কাজের কোন প্রসেসরটা ভালো হবে।
প্রসেসর আসলে কী?
কম্পিউটার যে যন্ত্রটি দিয়ে তথ্য ও উপাত্ত প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে, তাকেই প্রসেসর বলে।প্রসেসর কম্পিউটারের মস্তিস্ক। কোন কাজের জন্য কোন প্রসেসর দরকার – আই ৩ , আই ৫, আই ৭, এবং সবশেষ বাজারের এসেছে আই ৯ কি ও।
intel i3
এটি একটি ডুয়েল কোর প্রসেসর। আমরা আই ৩ ও আই ৫ ডেস্কটপ ও ল্যাপটপে দেখতে পাই। আপনি যদি ইন্টারনেট ব্রাউজ করেন, মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ করেন বা কোন সাধারণ কাজ করেন তাহলে আপনি আই ৩ প্রসেসরের কম্পিউটার নিতে পারেন। আই ৩ প্রসেসরের দাম কম।
intel i5
একটি ডুয়েল কোর প্রসেসর। ল্যাপটপের ক্ষেত্রে আই ৫ কোয়াড কোরের কাজ করে। আপনি যদি গেইম খেলতে চান তার পাশাপাশি ফটোশপ ও সাধারণ ভিডিও এডিটিং করতে পারতে চান তাহলে আই ৫ এর প্রসেসর নিতে পারেন। কারণ আই ৫ প্রসেসরের খুব দ্রুত কাজ করতে পারবেন।
intel i7
এটি একটি কোয়াড কোর প্রসেসর। আপনি যদি হাইলেভের কাজ করতে চান যেমন গ্রাফ্রিক্স ডিজাইন , ভিডিও এডিটিং , গেমিং , ফটোশপ , এই কাজ গুলা করার জন্য আই ৭ এর প্রসেসর নিতে হবে। আই ৫ এ এসব কাজ করলে কম্পিউটার স্থির হয়ে যাবে বা দ্রুত হবে না। এতে অনেক সমস্যা হবে। তাই আই ৭ প্রসেসর দিয়ে আপনি এসব কাজ করতে পারবেন কোন সমস্যা হবে না।
intel i9
ইনটেল প্রসেসর ৯ কোর প্রসেসর। প্রসেসরটি সাপোর্ট করে ৪ চ্যানেলের DDR 4 Ram। এই প্রসেসর ব্যাবহার করতে হলে আপনাকে পুরাতন মার্ডারবোর্ড বাদ দিয়ে X299 chipset এর মাডারবোর্ড নিতে হবে। আ্ই ৯ প্রসেসর আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। যদি কেউ প্রফেশনাল কাজ করে কোন কোম্পাণী রয়েছে তাহলে তারা ব্যাবহার করতে পারে। এইটা অনেক হাই লেভেলের প্রসেসর অন্যান্য দেশে ব্যবহার হচ্ছে এই প্রসেসর।
একটি মন্তব্য পোস্ট করুন