স্মার্টফোনের বার্তা দেখা যাবে চোখের স্মার্টলেন্সে

শখের বসে কন্টাক্ট লেন্স ব্যবহার করেন অনেকেই। ভবিষ্যতে এই লেন্স কাজে লাগিয়ে দৃশ্য দেখার পাশাপাশি স্মার্টফোনের বার্তা চোখের সামনেই পড়া যাবে।

অর্থাৎ চলতি পথে পকেট থেকে স্মার্টফোন বের না করেই বার্তাগুলো পড়া যাবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে অগমেন্টেড রিয়ালিটি (এআর) প্রযুক্তিনির্ভর স্মার্টলেন্স তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মোজো ভিশন।

তাদের দাবি, স্মার্টলেন্সটি কাজে লাগিয়ে চাইলে অনলাইন থেকে আবহাওয়ার হালনাগাদ তথ্য, এমনকি আশপাশের বিভিন্ন রেস্তোরাঁর তথ্যও জানা সম্ভব। সাধারণ লেন্সের আদলে চোখে পরা যাবে বিশেষ ধরনের স্মার্টলেন্সটি। চোখের মণি বিশেষ ভঙ্গিতে নাড়িয়ে লেন্সটি চালু বা বন্ধ করতে হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন