শাওমি ফোন বদলে যাচ্ছে

শাওমি ফোনে আসছে নতুন ইউজার ইন্টারফেস। ফলে ফোনের আদল অনেকটাই বদলে যাবে। শাওমি সম্প্রতি ঘোষণা দিয়েছে তাদের কাস্টমাইজড ইউজার ইন্টারফেস এমআইইউআই ১২ অবমুক্ত করার। চীনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে নতুন অ্যানড্রয়েড স্কিনের পোস্টার প্রকাশ করেছে শাওমি।

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল এমআইইউআই ১১। শুরুতে চীনের স্মার্টফোনে এই আপডেট পৌঁছলেও গত বছর অক্টোবর মাসে থেকে বিশ্বব্যাপী ফোনে এমআইইউআই ১১ পৌঁছাতে শুরু করেছিল। এবার এমআইইউআই ১২ এর পোস্টার প্রকাশ করল কোম্পানি।

এমআইইউআই ১২ স্কিনে নতুন সিস্টেম ফন্ট যোগ হতে চলেছে। এমআইইউআই ১২ স্ক্রিনেও এমআইইউআই ১১ এর মতো মিনিমালিস্ট ডিজাইন থাকবে। টিজারে ১২ সংখ্যায় গ্র্যাডিয়েন্ট ইফেক্ট দেখা গিয়েছে। অর্থাৎ শাওমির পরবর্তী অ্যানড্রয়েড স্কিনে নতুন কালার স্কিম দেখা যেতে পারে।

যদিও এমআইইউআই ১২ স্কিনে নতুন কী পরিবর্তন দেখা যাবে সেই বিষয়ে মুখ খোলেনি শাওমি। লঞ্চের আগে এই স্কিন সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করতে পারে বেজিংয়ের কোম্পানিটি।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন