স্মার্ট জুতা জানাবে আপনি ঠিকভাবে দৌড়াচ্ছেন কিনা?

ব্যায়ামের সময় সঠিক পদ্ধতিতে দৌড়ানো খুবই গুরুত্বপূর্ণ। আর তাই এবার প্রশিক্ষকের মতোই দৌড়ানোর কৌশল ঠিক আছে কি না জানাবে স্মার্ট জুতা।

ব্যবহারকারীর পায়ের নড়াচড়া শনাক্ত করতে জুতাটির সোলে বসানো হয়েছে সেন্সর, যা পায়ের বিভিন্ন অংশের কার্যক্রম শনাক্ত করে মনিটরে প্রদর্শন করে। জাপানের ফুটওয়্যার নির্মাতা ‘অসিকস’র তৈরি জুতাটি বাজারে আসবে ফেব্রুয়ারিতে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন