ইমোজি ফিচার চালু টুইটারের ডিরেক্ট মেসেজে

টুইটারের মেসেজিং সিস্টেমে ইমোজি ফিচার চালু হয়েছে। নিজেদের ওয়েব, অ্যানড্রয়েড, আইওএস’-এর সব ব্যবহারকারীদের জন্য ফিচারটি নিয়ে এসেছে টুইটার।

সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারকারীরা এখন থেকে ‘ডিরেক্ট মেসেজে’ প্রতিক্রিয়া জানাতে ইমোজি ব্যবহার করতে পারবেন। তবে এ ফিচারের কাজ শুরু হয়েছিল গত বছর। খবর আইএএনএস।

টুইটারে মেসেজর সঙ্গে ইমোজি যোগ হলে ডিরেক্ট মেসেজের সব অংশগ্রহণকারীরা নোটিফিকেশন পাবেন। যারা টুইটারের সর্বশেষ সংস্করণটি ব্যবহার করছেন, তারা ভিন্ন আরেকটি মেসেজের মাধ্যমে প্রতিক্রিয়া যোগ করার খবর পাবেন। প্রতিক্রিয়া যোগ করতে ‘রিঅ্যাকশন’ বাটনে ক্লিক করলেই হবে।

জানা গেছে, টুইটারের ‘ডিরেক্ট মেসেজ ইমোজির’ সঙ্গে ওই আইমেসেজ ফিচারের মিল রয়েছে। আগ্রহীরা টুইটারের সাপোর্ট ওয়েবপেজ থেকে নতুন ফিচারটি সম্পর্কে জানতে পারবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}