দূর থেকে পাসওয়ার্ড ছাড়াই ম্যাকবুক ব্যবহার, ক্রোম রিমোট ডেস্কটপ দিয়ে

কারিগরি ত্রুটির কারণে দূর থেকে পাসওয়ার্ড ছাড়াই ম্যাকবুক ব্যবহার করা সম্ভব। তবে সব ম্যাকবুক নয়, কেবল গুগলের ক্রোম রিমোট ডেস্কটপ সফটওয়্যারযুক্ত ম্যাকবুকে এমনটি করা যায়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের একদল গবেষক জানিয়েছেন, ক্রোম রিমোট ডেস্কটপ সফটওয়্যারের ম্যাক সংস্করণে কারিগরি ত্রুটি রয়েছে, যা কাজে লাগিয়ে দূর থেকে ‘গেস্ট অ্যাকাউন্ট’ তৈরি করা সম্ভব। ফলে ব্যবহারকারীদের অজান্তেই পাসওয়ার্ড ছাড়া ম্যাকবুকে প্রবেশ করে সব তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। এমনকি পাসওয়ার্ড দেওয়া বিভিন্ন ফাইল খোলার পাশাপাশি চাইলে ডিভাইসটির অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টও পরিবর্তন করতে পারে। গুগলের ক্রোম রিমোট ডেস্কটপ সফটওয়্যারটি কাজে লাগিয়ে দূর থেকে একাধিক ল্যাপটপ ও স্মার্টফোন ব্যবহারের সুযোগ মিলে থাকে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন