মাত্র ৮ দিনেই এক ছবিতেই অর্ধকোটি ভিউ

অনলাইন ইমেজ শেয়ারিং কমিউনিটি ইমগুর-এ সম্প্রতি একটি এনিমেশন (GIF) ছবি পোষ্ট করা হয়েছিল। যা মাত্র ৮ দিনে প্রায় ৪৬ লাখ বার দেখা হয়েছে এবং প্রতিদিন এ সংখ্যা বেড়েই চলেছে। অনেকটা উঁচু থেকে তোলা সমুদ্রতলে ছবি এটি। কয়েক সেকেন্ডের এই এনিমেশন (GIF) ছবিটি দেখলে মনে হবে ক্রমশই নিচের দিকে নামা হচ্ছে। সমুদ্রতলও ক্রমশ কাছে চলে আসছে।

মূলত কতগুলো স্থির ছবির সমন্নয়ে একটি চলমান এনিমেশন (GIF) ছবি তৈরি হয়ে থাকে। এই ছবিটির ক্ষেত্রে মজার বিষয় হলো, এর মুহূর্তগুলোর পুনরাবৃত্তি বা রিপিটেশন এতোটাই নিখুত যে কোথায় ছবিটি শেষ বা শুরু তা বোঝা যাচ্ছে না। ছবিটির দিয়ে তাকিয়ে থাকলে মনে হবে ক্রমশ সমুদ্রের আরও কাছাকাছি চলে আসছে কিন্তু তা যেন শেষ হচ্ছে না।

বিদ্রঃ মূল ছবিটি দেখে নিতে পারেন এখান থেকে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন