এবার অ্যাপ দিয়ে অদৃশ্য হবে মুখমণ্ডল

দিনের পর দিন প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। মানুষের কল্পনা শক্তি বাস্তবে রুপ নিতে শুরু করেছে। ম্যাশেবলের এক প্রতিবেদন থেকে জানা যায় যে জাপানি এক গেম ডেভেলপার এমন এক অ্যাপ নিয়ে কাজ করছেন যা ফটো কিংবা ভিডিওতে ব্যক্তির মুখমণ্ডল কিছু সময়ের জন্য অদৃশ্য করে ফেলবে। তার মানে আপনি আপনার অপছন্দের কোন ব্যক্তির কথা শুনতে পারবেন তার মুখ না দেখেই।
গেম ডেভেলপমেন্ট কোম্পানি ভিআইআরডির প্রধান নির্বাহী কাজুয়া নোশিরো তার ব্যাক্তিগত টুইটার এক্যাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তার মুখমণ্ডল অদৃশ্য হলেও মাথার কিছু অংশ এবং চোখ ও ঠোঁট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল তিনি মাস্ক পরে রান্নাঘরে কাজ করছিলেন।
নোশিরো জানিয়েছেন যেহেতু অ্যাপটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে তাই এখনো কিছুটা ত্রুটি রয়েছে। তিনি আরও জানান আইফোন টেন ব্যবহার করে তিনি এই ইফেক্ট তৈরি করেছেন। অ্যাপ এর ব্যাপারে আর বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। আশা করা হচ্ছে খুব দ্রুত অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন