বাজারে আসছে বিশ্বের সব থেকে বেশি ক্ষমতাসম্পন্ন মাইক্রো এসডি কার্ড

ইন্টেল কর্পোরেশন একটি আমেরিকান প্রযুক্তি কোম্পানি এবং বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সম্প্রতি বাজারে আসছে বিশ্বের সব থেকে বেশি ক্ষমতাসম্পন্ন মাইক্রো এসডি কার্ড। নতুন এই মাইক্রো এসডি কার্ডটির ধারন ক্ষমতা 512 GB। স্টোরেজ ক্ষমতা যত বেশি হবে সুবিধাও তত বেশি। নতুন SDXC V 10 UHS-I U1 এসডি কার্ডটি বর্তমানে বহুল জনপ্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইস আর ট্যাবলেটের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। চলুন দেখে নেই এসডি কার্ডটির অন্যান্য সুবিধা গুলোঃ
highest-capacity-memory-cardনতুন এই 512GB’র মাইক্রো এসডি কার্ডটি ফটগ্রাফ্রির জন্য সাহায্য করবে সবচেয়ে বেশি। এর ফলে বর্তমান সময়ের স্মার্টফোনে 4K ভিডিও রেকর্ড করা যাবে খুব সহজেই।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন